Min menu

Pages

latest news

ম্যাজিক মুনশি । হুমায়ূন আহমেদ । Book Review । Arif Shahriar ।

নাম:ম্যাজিক মুনশি
লেখক:হুমায়ূন আহমেদ
পৃষ্ঠা:৮৪
প্রকাশক:অন্যপ্রকাশ
মূল্য:১৩০ টাকা
প্রকাশ:তৃতীয় মুদ্রণ,১৩ নভেম্বর ২০১০
প্রাপ্তি:আসিপ্পার ভাইয়ের বই...
ব্যক্তিগত রেটিং:৫/১০
ম্যাজিক মুনশির নাম অনেকদিন ধরেই শুনতেছিলাম। বইটা হাতে আসতেছিল না। এইবার পেয়েই ধুপ করে পড়ে ফেললাম। সত্যি বলতে পড়ার আগ্রহ তৈরিই হইছিল কারণ যত রিভিউ দেখছি তার প্রায় সবই নেগেটিভ রিভিউ ছিল। আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় হুমায়ূনের প্রথমদিককার বইয়ের থেকে শেষের বইগুলোর মান কিছুটা হলেও কমে গেছে। যত যাই হোক শেষের কবিতার অমিতের কথাগুলো একদম ফেলে দেবার মতো নয়...😴... যাই হোক বইটির প্রকাশকাল হলো ২০১০। স্যারের মৃত্যুর মাত্র বছর দুই আগে... তার শেষ চলচ্চিত্র "ঘেটুপুত্র কমলা" এর শুটিং স্পট খুজতে গিয়ে ঘটনাক্রমে ম্যাজিক মুনশির সাথে তার পরিচয় হয়। লেখকের কথাতেই তার ম্যাজিকাল পাওয়ারের পরিচয় পাওয়া যায়। "তিনি যা দেখাচ্ছেন তা হলো আসল ম্যাজিক। এই ম্যাজিক অন্যভুবনের বাসিন্দাদের সাহায্যে করা হয়। পৃথিবীর কোনো ম্যাজিশিয়ানই তা স্বীকার করবেন না। বিজ্ঞান তো কখনোই না। "ম্যাজিক মুনশির চরিত্রের উপর কোনো আলোকপাত করবো না আর। তবে লেখককে "অতি গোপন অতি রহস্যময় বিষয়" জানানোর ওয়াদা থাকলেও তা পূরণ করবার আগেই রহস্যজনকভাবে গত হন ম্যাজিক মুনশি। এতো গেল বইয়ের মূল গল্পের আলোচনা। তবে এই বইটার বিশেষত্ব হলো গল্পের ভেতরে ম্যাজিকের অনেক ইতিহাস এবং বিভিন্ন ম্যাজিকের ব্যাখ্যা লেখক তুলে এনেছেন। এখানে যেমন আছে কোরআনের মুসা (আ.) বা বাইবেলের এরন এর লাঠির যাদুর ব্যাপারে আলোচনা। তেমন আছে বিখ্যাত জাদু ইন্ডিয়ান রোপ ট্রিকের কথাও। লেখক এখানে কয়েকটা জাদুর পদ্ধতি নিয়েও আলোকপাত করেছেন। লেখকের নিজেরও জাদুর প্রতি দূর্বলতা ছিল। বইটাতে নয়জনের একটা চক্র করার পদ্ধতি নিয়েও বিশদ আলোচনা আছে। বইয়ের পাদটিকায় যুক্ত করে দেয়া হয়েছে লেখকের মতে বিশ্বসাহিত্যে স্থান পাওয়ার মতো ডাইনি নিয়ে লেখা তারাশঙ্করের গল্প "ডাইনী"। অনেকেই মন্তব্য করেছেন যে লেখকের এই বইটি একটি ফিকশন। আর তা হলে সবচেয়ে বড় অভিযোগ হলো লেখক ফিকশনে নিজেকে নিয়ে এসে বাস্তব গল্প বানাতে চেয়েছেন আর তাতে পাঠক ম্যাজিক নিয়ে বিভ্রান্ত হয়েছেন। যদিও এই ধারাটির কোনো দিক থেকেই আমি সমালোচনা করি না, বরং এই ধারাটি আমার বেশ ভালোও লাগে। চেতন ভগতের "Five Point Someone" এও এরকম ধারার সাহিত্যের দেখা মেলে। সবদিক থেকে বলতে গেলে লেখাটি তেমন ভালোও লাগে নি আবার তেমন খারাপও লাগে নি। গল্পের ফিনিশিং সেইরকম না... কারণ আর কিছুই না লেখকের মতে উপন্যাসের কাঠামো ব্যবহার করে রহস্যময়তার বর্ণনা ও কিছুটা বিশ্লেষণ করা হয়েছে এই বইটিতে এবং ঘটনাগুলো বাস্তব। পরিশেষে এটা বলাই যায় যে হুমায়ূন সাহিত্যে বড় কোনো নক্ষত্র এই বইটিকে বলা যায় না আর যাবেও না।


x

Comments