HTML এ মূল একটি নির্দেশনার অংশ হলো এই Head অংশটি।মজার বেশিরভাগ বিষয় এই হেড অংশতেই থাকে,তা আমরা ধীরে ধীরে জানব।আজ,আমরা জানব কোডিং এর Head এর জন্য ব্যাসিক কিছু শিক্ষা,যা আজ না জানলেই নয়।বাকি অংশ প্রয়োজনে ধাপে ধাপে জানানো হবে।তবে শুরু করা যাক আজকের পর্ব।
গত পর্বেই আলোচনা করা হয়েছে যে HTML এর অংশ কী কী আর কি তাদের কাজ।যারা গত পর্ব পড়েন নি তাদের জন্য গত পর্ব পড়ে আসার অনুরোধ রইলো(গত পর্বঃhttps://aloronbangla.blogspot.com/2018/09/html.basics.or.starting.html)
কিছু বোঝার দরকার নেই,নিচের ছবিটি দেখুন।
এখানে,আমাদের ফাইলটি আমরা কোন HTML version ব্যবহার করে লিখছি তা বোঝাতে আমাদের ব্যবহার করা HTML 5 এর জন্য নির্ধারিত কোড <!DOCTYPE html> ব্যবহার করব সকল কোড শুরু করার পূর্বে একদম মাথায়,আর এই কোড এর কোন Ending tag নেই।শুধু এটা সবার পূর্বে একবার লিখলেই হবে।আর,আমাদের বর্তমান HTML version গুলোর মধ্যে HTML 5 ই হলো সবচেয়ে লেটেস্ট।
এখন আসছি এই কথায় যে কেন head tag এর মধ্যে title tag বসিয়েছি।তা বোঝার জন্য নিচের ছবিটি দেখুনঃ
এখানে,দেখতে পাচ্ছেন মার্ক করা অংশটি কি।মানে আমরা যখন কোন ট্যাব কোন সার্চ ইঞ্জিনে খুলি তখন ট্যাব টাইটেল দেখানোর জন্যই উপরের আমাদের কোডের হেড অংশের অভ্যন্তরে Title tag ব্যবহার করা হয়।টাইটেল ট্যাগ এর স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝে যাই লিখবেন তাই দেখা যাবে আমাদের ওয়েবসাইটে।যদিও সোজাসুজি কোডে বাংলা লেখা যায় না।তবে কীভাবে আমরা কোডে বাংলা লিখতে পারি তা নিয়েই পরবর্তী কোন পর্বে আলোচনা করা হবে।
এবার আমরা শিখব কীভাবে আমাদের লেখা কোড এর আউটপুট দেখব।মানে আমরা যে কোড লিখব তা আসলেই কাজ করছে কিনা তা কীভাবে চেক করব।আমাদের মাত্র শেষ করা কোডটির আউটপুট দেখুন নিচের ছবিতে।
এভাবে,আমরা আউটপুট দেখার জন্য আমাদের কোডিং করা ফাইলটি সেভ করতে হবে Ctrl+s press করে বা উপরের বা দিকের File option এ গিয়ে সেভ করে নিতে হবে এবার আমাদের ফাইলটির এন্ডিং ট্যাগ আর কীভাবে সেভ করব তা জানার জন্য একদম গত পর্ব পড়ে নিতে হবে এই সিরিজের,পড়ে আসুন এই লিংক থেকেঃ(https://aloronbangla.blogspot.com/2018/09/html.basics.or.starting.html)।মানে এই ফাইলের সেভ অপশনে গিয়ে File type select করতে হবে hyper text markup language।আর এই ফাইলের নামের এক্সটেনশন রাখবেন html।উদাহরণঃaloron.html.
এবার আমরা সেভ করা ফাইলটিতে গিয়ে যেকোন সার্চ ইঞ্জিন দিয়ে এটি ওপেন করব।মানে ফাইলটিতে কারসর রেখে রাইট বাটন প্রেস করলে open with অপশনে গিয়ে যেকোন সার্চ ইঞ্জিন এর নাম দিলেই সেখানে ওপেন হয়ে যাবে আপনার করা প্রথম ওয়েবসাইট।
আর এই সিরিজের বাকি পর্বগুলো পড়ুন নিচের লিংক থেকেঃ
১ম পর্বঃhttps://aloronbangla.blogspot.com/2018/08/What.is.web.design.and.development..html
২য় পর্বঃhttps://aloronbangla.blogspot.com/2018/09/html.basics.or.starting.html
৪র্থ পর্বঃhttps://aloronbangla.blogspot.com/2018/09/Body.of.html
ধন্যবাদ,পাশে থাকবেন,আর কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না যেন!
Thank you so much for your great content I like this content for good information. best web design company in Bangladesh
ReplyDelete