Min menu

Pages

latest news

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কী?-ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সিরিজ-১ম পর্ব-আরিফ শাহরিয়ার





আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজেই যে এখন ইন্টারনেট ব্যবহার করে থাকি তা সবারই জানা।এই ইন্টারনেট বিশ্বের কোটি কোটি ওয়েবসাইটের সমন্বয়ে গঠিত।আর এসব ওয়েবপেইজ পরিচালনা করছে আমার বা আপনার মতো সাধারণ মানুষেরা।আমাদের কাছে এতা দূর্বোধ্য লাগতেই পারে,কিন্তু এটি অত্যন্ত সহজ একটি তথ্য আদান-প্রদানের মাধ্যম।যাই হোক আজ থেকে এই সিরিজের মাধ্যমে আমরা শিখব কীভাবে নিজে নিজে আমরাই একটি ওয়েবসাইট তৈরি করতে পারি।শুরু করবার আগে মনে করিয়ে নেই,আমাদের বহুল ব্যবহৃত ফেসবুক বা এমাজনসহ এমন আরো বিখ্যাত সব কোম্পানিই কিন্তু এই ওয়েবসাইট পরিচালনাই করে থাকে।আমরা তাই শিখব সহজেই।

আপনারা নিশ্চই বুঝতে পেরে গিয়েছেন যে আমরা এই সিরিজে  কি নিয়ে আলোচনা করব,আমাদের এই সিরিজে এবং তার ক্রমান্বয়ে পরবর্তী সিরিজে থাকবে,

1.Web design --(a)HTML
                       (b)CSS
                       (c)Javascript
                       (d)Jquery

2.Web development--(a)PHP
                                  (b)Wordpress


আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যদি উপরের এই ছয়টি পার্ট শিখতে পারেন,তবে আপনি একজন পারফেক্ট ওয়েব ডিজাইনার ও ডেভেলপার হয়ে উঠতে পারবেন।আমরা সচরাচর দেখে থাকি যে বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের এইগুলো শেখানোর জন্য কোর্স করতে বলে তার জন্য আমাদের বেশি সময় ও অর্থ নষ্ট হয়।আপনি আমাদের এই সিরিজ থেকে আশা করা যায় ফ্রিতে সাজেশন ও হেল্পসহ কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন।
আমরা আজ থেকে শুরু করব একদম প্রথম থেকে যেন বাচ্চারাও বুঝতে ও শিখতে পারে।আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন।

What is web design and development?


ওয়েবসাইট তৈরির জন্য তিনটি ধাপ রয়েছে।আজ আমরা শুধু এই তিনটি ধাপের আলোচনা করব,যাতে পরবর্তীতে আপনাদের জন্য Web design and development শেখা সহজ হয়।
ধাপ তিনটি হলোঃ1.Making PSD file of the Website
                           2.Website design
                           3.Website development

আমরা ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখব,কারণ PSD ফাইল তৈরি করা গ্রাফিক্স ডিজাইনারের কাজ,আমাদের নয়।তাও বলে রাখি,PSD মানে হলো Photoshop Document.মানে হলো একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে তার একটি চিত্র তৈরি করে দেয়া।মানে বলা যায় বাড়ি কততলা হবে,তার ভেতরে কতগুলো দরজা,জানালা থাকবে তার একটি আনুমানিক চিত্র।যেমনঃ


আর ওয়েব ডিজাইন হলো ছবির বাড়িটিকে ইট,সিমেন্ট এবং অন্যান্য উপাদান দিয়ে তৈরি করা,তাতে দরজা জানালা লাগানো,রং করা প্রভৃতি।মানে হলো HTML,CSSJavascript,Jquery ব্যবহার করে  PSD ফাইলটির কোডিং তৈরি করে ওয়েবসাইটের স্ট্যাটিক পার্ট তৈরি করা।

আর,Web development হলো সেই বাড়িটিতে মানুষের বসবাসের উপযোগী করেও গড়ে তোলা।মানে ওয়েবসাইটটিকে ডাইনামিক করা যাতে করে ওয়েবসাইটের মালিক কোনপ্রকার কোডিং না জেনেই সেই ওয়েবসাইট পরিচালনা করতে পারে। আজ এ পর্যন্তই,পরবর্তী পর্বে আমরা শিখব যে ওয়েব ডিজাইনের জন্য আমাদের কী কী শিখতে হবে এবং কীভাবে শুরু করা যায় ইত্যাদিসহ ব্যাসিক আলোচনা।সাথে থাকতে চাইলে ধন্যবাদ।

২য় পর্ব এখানে...








Comments

1 comment
Post a Comment
  1. Thank you for your good article. I like this content for its depth information. web design company

    ReplyDelete

Post a Comment