Min menu

Pages

latest news

Body of HTML-ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সিরিজ-৪র্থ পর্ব-আরিফ শাহরিয়ার



আজ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সিরিজের ৪র্থ পর্বে আলোচনা করা হবে HTML এর ২য় অংশ তথা Body অংশ নিয়ে।আমি জানি যে আমাদের গত পর্বে HTML এর Head অংশে Head এর অনেক  Elements বাদ পরে গিয়েছে।তবে আমরা চেষ্টা করছি একদমই বিগিনারদের জন্য লিখতে,যাতে সবাই ধারাবাহিকভাবে সিরিজটি আমাদের সাথে শেষ করতে পারেন।আজকেও আমরা Head অংশের একদম ব্যাসিক আলোচনা করব।আর আবারও বলছি যে কিছু না বুঝলে অবশ্যই লজ্জা না করে কমেন্ট করবেন,আর ভালো লাগলেও জানাবেন।আর যারা গত পর্বগুলো পড়েন নি তারা এই পর্ব কিছুই বুঝবেন না,তাই গত পর্বগুলো ধীরে ধীরে পড়ে আসুন নিচের লিংক থেকে।
১ম পর্ব:https://aloronbangla.blogspot.com/2018/08/What.is.web.design.and.development..html
২য় পর্ব:https://aloronbangla.blogspot.com/2018/09/html.basics.or.starting.html
৩য় পর্ব:https://aloronbangla.blogspot.com/2018/09/head.of.html

আজকের পর্ব শুরু করা হচ্ছে এখন থেকেই।আবার কিছু বোঝার দরকার নেই,নিচের ছবিটি দেখুন,নিচে ব্যাখ্যা করা হচ্ছে যে এখানে কি লেখা হয়েছে।

এখানে,যা লেখা হয়েছে তার আউটপুট দেখুন নিচের ছবিটিতে।

এখানে,দেখা যাচ্ছে আমরা লিখেছি <h1></h1>।এ থেকে বোঝাই যাচ্ছে এটি একটি ট্যাগ।যার স্টার্টিং এবং এন্ডিং দুটোই আছে।h Tag দিয়ে বোঝানো হয় কোন পেইজের হেডিং।মানে পেইজের উপরে বড় করে যা লেখা হয় তাই।
These marked sectors are called heading of a webpage...

হেড ট্যাগ এর মধ্যে সবচেয়ে বড় ফন্ট হলো <h1></h1> ট্যাগ এ।আর সবচেয়ে ছোট হলো <h6></h6>.মানে ছোট থেকে বড় ট্যাগের লিস্ট হলোঃ
1.<h6></h6>
2.<h5></h5>
3.<h4></h4>
4.<h3></h3>
5.<h2></h2>
6.<h1></h1>
এইরকম সব ট্যাগের ক্ষেত্রে স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মধ্যে যা লিখবেন তাই শো করবে।

এবার হেডিং শেষ করে আসা যাক সাধারণ লেখার ক্ষেত্রে।নিচের ছবিটি দেখুন।
এই কোডিংটার আউটপুট দেখুন নিচের ছবিটিতে।

এখানে,দেখা যাচ্ছে ALORON Science And Literature Study Center h1 হেডিং এর নিচে সাধারণ একটা দাগ দেয়া রয়েছে।এটা দেয়া হয়েছে <hr/> Tag ব্যবহার করে।এই ট্যাগটির কোন এন্ডিং ট্যাগ নেই।এটি ব্যবহার করে পেইজের দুটি অংশকে আলাদা করা হয়।hr দিয়ে বোঝানো হয় Horizontal Line.এবার আসা যাক এর নিচের "ALORON Science And Literature Study Center is a Bangladeshi Community,Where we are trying to cultivate all people their all interests and knowing desires in one place." এই লেখাটি নিয়ে।এখানে এইরকম সাধারণ লেখা লেখার জন্য <p></p>ট্যাগ ব্যবহার করা হয়।এটি কীভাবে লেখা হয়েছে তা উপরের ছবিটিতেই দেখতে পারছেন।এবার আপনার অনুশীলনের পালা।এই বিষয়গুলো প্র‍্যাকটিস করতে থাকুন।আমরা পরপবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসছি।আজ এ পর্যন্তই।সাথে থাকবার জন্য ধন্যবাদ।

আর এই সিরিজের বাকি পর্বগুলো পড়ুন নিচের লিংক থেকেঃ
১ম পর্ব:https://aloronbangla.blogspot.com/2018/08/What.is.web.design.and.development..html
২য় পর্ব:https://aloronbangla.blogspot.com/2018/09/html.basics.or.starting.html
৩য় পর্ব:https://aloronbangla.blogspot.com/2018/09/head.of.html

ধন্যবাদ,পাশে থাকবেন,আর কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না যেন!









Comments

2 comments
Post a Comment

Post a Comment