Min menu

Pages

latest news

লেখক-আরিফ শাহরিয়ার



                            লেখক
                                      ...আরিফ শাহরিয়ার
নকশী কাঁথায় স্রষ্টা যেমন টানে ডাগর আঁখি
পিঙ্গল আকাশের নীচে বসে সে তেমনি করে আঁকিবুকি,
কখনো সে আঁকার খাতা পড়ে জনে জনে,
কখনো বা সেই খাতা পরে থাকে নিভৃত কোন কোণে!
আকাশের দিগন্তবিস্তৃত বর্ণচ্ছটার আলোয় যে হয় উদ্ভাসিত,
আবার,নদীর স্রোতস্বিনী ছন্দে যে হয় পুলকিত,
সে পাখির ডানার শব্দে
বুলেট নিয়ে ছোটে না,
হাতে তুলে নেয় কলম!
হৃদয় নিংরানো আবেগের রঙে খাতা হয় রঙিন,
কখনো বা সেই রঙে ভেসে ভেসে পাঠক হয় ফরিং!
কিন্তু হৃদয়ের সেই গভীর মমতায় যখন লাগে কালো রং,
তখনো সে সর্বগ্রাসী!সব রঙে সে রঙিন,
হয়ে যায় সে তখন প্রহসন কিংবা
পাঠক হৃদয় আলোড়িত কোনো রাঙা পোস্টার!
সেই লেখনীর শব্দে ভেসে ভেসে চলে সময়,
তার চলমান বাহনে ভেসে চলে যায় সে অসময়!
তারপর হয়তো কয়েক প্রহর বই হাতে লোকে,
সেই পরলোকগত আত্মারে ফেলে যায় অন্ধকার আলোকে।

সেই আঁকিবুকিতে কেউবা ফিরে পায় শৈশব,
কেও পায় মায়ের আঁচলে মোড়া স্মৃতিসব,
কেওবা পায় পীত রঙের মাঝে সেই লেখকের মুখ,
সেই লেখাই যেন হয়ে ওঠে তখন পঞ্চকালের সুখ!
সেই সুখেতে রয়ে যায় কিছু ক্লেশ বিধৌত লেখা
যা পড়তে পড়তে পাঠক পায় দিশা।

হয়তো কোন এক গভীর বিষাদের ক্ষণে,
হয়তো বা অন্তহীন দুখের সাগরে অবগাহনে,
হয়তো কখনো হালকা বর্ণচ্ছটায় মিশে,
গভীর নিশীথে খাতা তুলে নিয়ে করেছিল আঁকিবুকি,
বা হয়তো গভীর ঘোরে জীবনের তরে লিখেছিল কিছু শব্দ,
সেই সময়ের চোখের জলে সব নিঃশব্দ।
আজ তা শুধুই লেখা!
যেখানে কেও পায় তাকে জীবিত,
কেও পায় স্পন্দনহীন,
                           মৃত!


Comments