Min menu

Pages

latest news

 


বন্ধুত্ব! আহ!

নিশ্চয়ই প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে 'বন্ধুত্ব'..একই আত্মার দুটি শরীর। এই সম্পর্কটা অন্যরকম। আসলেই খুব অন্যরকম, এমন যে তুমি তোমার বন্ধুকে প্রচন্ড ভালোবাসো কিন্তু সে ভালোবাসা প্রকাশ করতে পারবেনা! এই সম্পর্ক এমন যেখানে একে অপরের যতটুকু মিল থাকবে, বিপরীতভাবে ততটুকু কৃত্রিম অমিলও থাকবে।
বন্ধুত্ব আসলে কি- তা ব্যাখা করা দুনিয়ার সবথেকে কঠিন ব্যাপার। আমি কিন্তু 'দুধের মাছি' ধরনের বন্ধুত্বের কথা বলছিনা, সেটাকে অবশ্য বন্ধুত্ব বলাও ভুল হবে। আমি বলছি সত্যিকারের বন্ধুর কথা। বন্ধু-খুব ছোট্ট একটা শব্দ; অথচ এর গভীরতা কতটা গভীর। এক কথায় বলতে গেলে, আত্মার কাছাকাছি যে বাস করে সে-ই আত্মার বন্ধু বা স্বজন। বন্ধুত্বের জন্য চাই সুন্দর একটি মন যে মন দিয়ে একে অপরকে বুঝতে পারবে, সুখ-দুখে ছায়ার মতো পাশে থাকবে।
এ পি জে আব্দুল কালাম আজাদ বলেছিলেন,
" একটি বই একশটি বন্ধুর সমান। কিন্তু এক জন ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরীর সমান।" একজন ভালো বন্ধু কেবল বন্ধুই নয়, ভালো অভিভাবকও বটে। এই শব্দের মাঝে যেন আছে কেবলই নির্ভরতা আর বিশ্বাস।
বন্ধুত্ব আর বন্ধন- একই মুদ্রার এপিঠ -ওপিঠ! বন্ধুত্ব মানেই মনের সবটুকু আবেগ নিংড়ে, ভালোবেসে মন খুলে জমানো কথা বলা! আমার কাছে মনে হয় সবচেয়ে ধনী সে-ই যার একজন ভালো বন্ধু আছে। কালের পরিক্রমায় বন্ধুত্বের ধারনাগুলো পাল্টে যেতে শুরু করেছে। বন্ধুত্বের মাঝে গোপনীয়তা থাকাটা জরুরি, নইলে তা টিকে থাকেনা।
ইদানীংকালের বন্ধুদের মাঝেও ইগো'র ব্যাপার দেখা যায়। নিঃসন্দেহে আমি বলতে পারি যে সেটা কখনোই বন্ধু-সম্পর্কে পড়েনা। প্রানের বন্ধুরা এইসব ইগো -ফিগো গায়েও লাগায়না! প্রতিটি মানুষই একজন ভালো বন্ধু চায়। আপেক্ষিকতার চরম এবং উৎকৃষ্ট উদাহরন এই সম্পর্কের মাঝেই পাওয়া যায়। সময়টাই যেন কাটেনা আপাতদৃষ্টিতে কিন্তু ওদিকে বেলা গড়িয়ে যায়।
নেপোলিয়ানের সেই উক্তিটাকে একটু ঘুরিয়ে বলি,
" আমাকে একজন ভালো বন্ধু দাও, আমি তোমাদের একটি সুন্দর পৃথিবী উপহার দিবো!"
-'Friendship isn't about whom you have known the longest..It's about who came and never left your sight!'
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
লেখকঃ নাফিউর রহমান।

Contact:
  
            Whatsapp: +8801311255604
           E-mail: nafiurrahman2005@gmail.com
           Facebook: Nafiur Rahman
           Instagram: n.a_f.i_u.r
Nafiur Rahman
Nafiur Rahman
I'm one of the head website administrators & content writer at AloronBangla as well.

Comments