নাম:The 3 Mistakes of My Life
লেখক:Chetan Bhagat
পৃষ্ঠা:২৫৮
প্রকাশক:Rupa Publications
মূল্য:২২৫ রুপি
প্রকাশ:82th Impression,2010
প্রাপ্তি:আমার ব্যক্তিগত লাইব্রেরি
ব্যক্তিগত রেটিং:৭/১০
A Story about Business, Cricket and Religion. ভারতের বর্তমান একটিভ ইংলিশ ফিকশন রাইটারদের মধ্যে Chetan Bhagat আমার সবথেকে প্রিয় লেখক।Chetan Bhagat এর লেখা Five Point Someone দিয়েই ওনার লেখার সাথে পরিচয়{এটাই ওনার প্রথম বই}।The 3 Mistakes of My Life ওনার লেখা ৩য় বই।এ কথা অস্বীকার করবার জো নেই যে Five Pont Someone এর লেখক হিসেবে এই বইটি আমাকে নিরাশ করে নি।ওনার লেখার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ইন্ডিয়ান সহজ-সরল ইংরেজির ব্যবহার।অন্য যে কোনো ইন্ডিয়ান ইংলিশ ফিকশন রাইটারদের থেকে ওনার লেখা পড়া সহজ এবং খুব দ্রুত পড়া যায়।যে কেউ প্রথমবারের মতো ইংরেজি বই পড়া শুরু করতে চাইলে তাই Chetan Bhagat ই ফার্স্ট চয়েস হওয়া উচিত {আমার মতে}।এই পয়েন্টে ব্যক্তিগতভাবে আমি ওনাকে হুমায়ূন আহমেদের সাথে তুলনা করতে পছন্দ করবো। এখন বইটার কথায় আসি।বইয়ের নাম দেখে হুট করে ভেবে বসতে পারেন এটা বায়োগ্রাফি টাইপের বই।কিন্তু মূল বইটা একটা ফিকশন।গল্পের মূল চরিত্র Govind.ওর জীবনের তিনটি মেজর ভুলই উঠে এসেছে গল্পের আকারে।Five Point Someone এ যেমন তিন বন্ধুর বন্ধুত্ব উঠে এসেছিল,ঠিক সেভাবেই এই উপন্যাসেও তিন বন্ধুর অকৃত্তিম বন্ধুত্বের কাহিনী পাবেন{Five Point Someone আর এই বইটা-এই দুইটা পড়ার সময়ই কেন যেন "4B" কে খুঁজে পাই গল্পের ভিতর...চরিত্রের ভেতর...😌😌}। গল্প শুরু হয় লেখকের কাছে আসা একটি ই-মেইল থেকে।যেখানে উনিশটি লাইন ছিল এবং মেইলের লেখক লিখেছিল যে প্রতিটি লাইন লিখে সে একটি করে স্লিপিং পিল খাচ্ছে।মেইলটি পাঠিয়েছিল Govind.সে জীবনের সব আশা হারিয়ে ফেলে সুইসাইডের পথ বেছে নিয়েছিল।লেখক সেই মেইল পেয়ে সিংগাপুর থেকে ইন্ডিয়ায় চলে যায় Govind এর সাথে দেখা করতে।হাসপাতালে গিয়ে তার সব গল্প লেখক শোনেন আর সেই গল্পই আমরা পাই এই বইটিতে।গল্পের একটা চরম উত্তেজনার মুহূর্ত ছিল সাম্প্রদায়িক দাঙ্গা।এই অংশতে ঢুকে গেলে বই শেষ না করে উঠতে পারবেন না,এই ব্যাপারে চ্যালেঞ্জ থাকলো।আর চিন্তার কারণ নেই গল্পের এন্ডিং আপনাকে হতাশ করবে না এটুকু বলতে পারি।Chetan Bhagat এর সব বইয়ের মতোই এই বইটাও একটু সিনেম্যাটিক।কিন্তু তারপরও উপন্যাস হিসেবে আমার বেশ ভালো লেগেছে।Govind কি শেষ পর্যন্ত বেঁচেছিল?সেই তিনটা ভুল কী ছিল?এই দুইটা প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে বইটা।আজ এ পর্যন্তই।জানি কেও শেষ পর্যন্ত পড়ে নাই।তবে যদি পড়ে বইটা পড়তে ইচ্ছা করে তাহলে কমেন্ট করতে পারেন।থ্যাংক ইউ.😉
Comments
Post a Comment