Min menu

Pages

latest news

বাইবেল কি আল্লাহর বাণী? । মুনশী মুহাম্মদ মহিউদ্দিন । Is the Bible God's Word? । Ahmed Deedat । Book Review । Arif Shahriar ।

নাম:বাইবেল কি আল্লাহর বাণী?

অনুবাদ ও টীকা:মুনশী মুহাম্মদ মহিউদ্দিন
মূল বই:Is the Bible God's Word?
মূল লেখক:Ahmed Deedat
পৃষ্ঠা:২৮৮
প্রকাশক:মাকতাবাতুল হাসান
মূল্য:৫০০টাকা
প্রকাশ:প্রথম সংস্করণ,ডিসেম্বর,২০১৮
প্রাপ্তি:রাইয়ানের কাছ থেকে ধার নিয়ে পড়া.(থ্যাংকস)
ব্যক্তিগত রেটিং:৩/১০
বইটি খুব বিখ্যাত মুসলিম লেখক আহমেদ দিদাতের এজন্য অনুবাদটা দেখে আর শিরোনাম ভালো লাগায় বইটি পড়ি।মূল বইটি কেমন জানি না তবে এই অনুবাদটা একদমই মনঃপুত হয় নি।ব্যক্তিগতভাবে এই বইটা পড়ার সময় অনেক ক্ষেত্রে মনে হচ্ছিল মূল বই থেকে বিকৃত করে অনুবাদ করা হয়েছে।বইয়ে মূল অধ্যায় নয়টা,অনুবাদক নিজে থেকে আবার একটা অধ্যায় নিজে লিখে যুক্ত করে দিয়েছেন।এটা কেমন অনুবাদ আমার বোধগম্য না।মূল বই আর অনুবাদ নিয়ে কথা না বলে এক্সাক্ট হাতের বইটা নিয়ে কথা বলি এখন।এই টপিকে আরো অনেক শক্তিশালী ভালো বই লেখা যেত।অনুবাদ অনেক ক্ষেত্রেই ভুল।রেফারেন্স টানা হয়েছে মূল বড় লেখার এমন কিছু লাইন যেটা আলাদাভাবে রেফারেন্সে মূল ভাব প্রকাশ করতে পারে নাই কিংবা মূল লেখার ভাব ধারণ করতে পারে নাই।তাই রেফারেন্স আনাটা খুবই দুর্বল বা আনাড়ি হাতের কাজ মনে হয়েছে।তবে রেফারেন্সের ক্ষেত্রে প্রতিটি অধ্যায়ের শেষে সেই অধ্যায়ের রেফারেন্সগুলা যেই বইয়ের/ম্যাগাজিনের যেই পেইজ থেকে নেয়া হয়েছে সেই পেইজগুলার ফটোকপি দিয়ে দেয়া হয়েছে...আইডিয়াটা বেশ ইউনিক লেগেছে আমার কাছে। শত ভুল থাকার পরেও বইটা এই প্রশ্নের একটা উত্তর আপনার মনের ভেতর গেঁথে দিতে পারবে যে বাইবেল কি সত্যিই আল্লাহর বাণী কিনা?এইজন্য বইটা কিছুটা প্রশংসা পাবে।যদিও ইংরেজি "God" এর অনুবাদ করে "আল্লাহ" ইউজ করাটা কতটুকু যৌক্তিক জানিনা।এটা কি একটা মার্কেটিং পলিসি কিনা তা নিয়েও আমি কনফিউজড।তবে সর্বোপরি সকল ধর্মালম্বীদের জন্যই বইটা পড়ে দেখা প্রয়োজন বলে মনে করি।কারণ আর যাই হোক বাইবেল বিশ্বের বর্তমান সবথেকে বড় ধর্মের(বর্তমান অনুসারীর সংখ্যার দিক দিয়ে) প্রধান ধর্মীয় গ্রন্থ।

Comments