Min menu

Pages

latest news

Parasite(2019) Movie Review in Bangla ! Oscar Winning South Korean Film

The rich and poor smell different!

Parasite(2019) মুভিটাতে দুইটা ফ্যামিলিকে portray করা হইছে।একটা হচ্ছে অনেক Rich family(Park family) আরেকটা অনেক Poor family(Kim family)।

Parasite(2019) Poster
Parasite(2019) Poster 
Source: www.imdb.com


Important Characters:

Kim family:- Pola:Ki-woo, Maiya:Ki-jung, Baap:Kim Ki-taek, Ma:Choong-sook

Park family:- Pola:Da-song, Maiya:Da-hye, Baap:Park Dong-ik, Ma:Yeon-kyo

Old Housekeeper:- Moon-gwang and Her husband:-Geun-se

Old Driver:-Driver Yoon

Kim family
Source: www.deadline.com


Park family
Park family
Source: www.hallymustang.com


Summary of the story: Ki-woo ফেইক সার্টিফিকেট বানিয়ে Park family এর একমাত্র মেয়ে Da-hye এর টিউশনি পায়।এরপরে আস্তে আস্তে ওই বাড়ির ছোট ছেলে Da-song এর আর্ট টিচার হিসেবে পরিচয় লুকিয়ে নিজের বোন Ki-jung কে রিকমেন্ড করে।অথচ ও আর্টের কিছু বোঝেই না।তাও Ki-jung টিচার হিসেবে জয়েন করে।তারপর Ki-jung "Adult technic" ইউজ করে ওই Driver Yoon কে ফাঁসিয়ে তার চাকরি থেকে বের করে দিতে বাধ্য করে।ওই জায়গায় আবার পরিচয় লুকিয়ে ওদের বাবা Kim Ki-taek কে রিকমেন্ড করে আর ওর বাবাও ড্রাইভার হিসেবে চাকরিটা পেয়ে যায়।তারপর Kim Ki-taek ওই বাড়ির হাউসকিপার Moon-gwang এর চাকরি খেয়ে ফেলে।ওইখানে এসে জয়েন করে Choong-sook।এভাবে চারজনের ফুল ফ্যামিলিই এই বড়লোক্স ফ্যামিলিতে চাকরি নেয় যেখানে ওই ফ্যামিলি জানেই না যে এই চারজনই আসলে সেইম ফ্যামিলির!"Chain of recommendations is like a belt of trust."
স্টোরির এই মোমেন্টে এসে মূল ট্র্যাজেডি স্টার্ট হয়।বড়লোক ওই ফ্যামিলির বেসমেন্টে সিকরেট একটা বাঙ্কার ছিল যা ওনাদের বাড়িটা কেনার সময় বলা হয় নি তাই ওনারা এটা জানতোও না।বাড়ির পুরনো  হাউসকিপার Moon-gwang ওর হাজবেন্ডের অনেক ঋণ ছিল, আর উনি এই বাড়ির সিকরেট বাঙ্কারের কথা জানতেন।ওনার হাজবেন্ডের ঋণ শোধ করার ক্ষমতা ছিল না আর পাওনাদাররা ওনাকে হুমকি দিচ্ছিলো।তাই হাজবেন্ড Geun-se কে বাড়ির বাঙ্কারে লুকিয়ে রেখেছিল Moon Gwang।আর নিয়মমত লুকিয়ে গিয়ে খাবার দিয়ে আসতো সে।কিন্তু তাকে যখন চাকরি থেকে বের করে দেয় তখন উনি আর স্বামীকে বের করে নেয়ার মতো সময় পাননি।এই পুরনো হাউসকিপারের ফ্যামিলির নাম আমরা দিলাম Poor family 2।Park family ছুটি কাঁটাতে বাহিরে গেলে Kim family এর সবাই ওই luxurious বাড়িতে এই কয়দিনের জন্য chill করতে আসে।

Pera nai....Chill!
Source: www.cinemablend.com

এই সুযোগে Moon-gwang এসে নতুন হাউসকিপারকে অনেক রিকোয়েস্ট করে ওনার হাজবেন্ডকে অন্তত সপ্তাহে একদিন যেন একটু খাবার পৌছে দেয়।উনি রাজি না হয়ে পুলিশ ডাকতে চায়।এই মোমেন্টেই আরেক দূর্ঘটনা ঘটে যাতে বাড়িতে যে আরো তিনজন আছে ওরাও ঘটনাস্থলে চলে আসে আর পুরনো হাউসকিপারের সামনে প্রকাশ হয়ে যায় যে ওরা চারজন একই ফ্যামিলির!বুদ্ধি করে প্রুভ হিসেবে এই মোমেন্টের ভিডিও করে ফেলে Moon-gwang।তারপর উলটো Kim family কেই blackmail করা শুরু করে ওই Moon-gwang।তারপর অনেক ধস্তাধস্তি হয়।এরকম সময়ে হঠাৎ Park family ফোন দেয় যে ওনারা ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে একটু পরেই বাসায় ব্যাক করছেন।তখন Poor family 2 কে আধমরা করে বেসমেন্টের বাঙ্কারে ফেলে রাখে Kim family।এরমধ্যে Moon-gwang ওইখানেই মারা যায়।পরেরদিন ছিল Park family এর ছোটছেলের জন্মদিন।সেখানে অনেক গেস্ট আসে।পার্টির ভিতরে Kim family ও ছিল।নিচের বাঙ্কার থেকে বের হয়ে ছুরি নিয়ে পার্টির মধ্যে হাজির হয় পুরনো হাউসকিপারের হাজবেন্ড  Geun-se।তারপর শুধুই রক্ত আর রক্ত।মারা যায় Geun-se, Ki-jung, Park Dong-ik, মারাত্মকভাবে মাথায় আঘাত পায় Ki-woo।আর Park Dong-ik কে খুনের দায়ে পরেন Kim Ki-taek।পরে পুলিশের হাত থেকে পালাতে তিনি আশ্রয় নেন সেই বেসমেন্টের বাঙ্কারে।আর বের হতে পারেন না তিনি।ছেলের আশা একদিন সে অনেক টাকা জমিয়ে বাড়িটা কিনে নেবে তারপর তার বাবা শান্তিতে ওই বাড়িতেই সে আর তার মায়ের সাথে থাকতে পারবে।যদিও তার সেই পরিমাণ টাকা জমাতে কয়েকশ বছর লেগে যাবে কিন্তু আশা করতে সমস্যা কী!

Awards: It made history by becoming the first non-English Movie to win Oscars for Best Picture and the first South Korean film to win Palme d'Or from Cannes Film Festival.

Director Bong Joon-ho and oscars
Director Bong Joon-ho and Oscars
Source: www.wsj.com


Joker(2019) এর মতো মুভিকে পেছনে ফেলে Best Picture পেয়েছিল Parasite!সে বছর ছয়টি অস্কার নোমিনেশন পেয়ে চারটি Award-ই পেয়েছিল Parasite!আর এছাড়া ঝুড়িভরা বাকি award গুলোর কথা আর নাই বা বললাম...

Playtime: 2 hours and 12 minutes

বাজেটের থেকে Box Office Collection প্রায় বাইশ গুণ !

মুভিতে দুই ফ্যামিলির দুইটা বাড়ি যে দেখানো হইছে দুইটাই মুভির জন্যই সেট হিসেবে বানানো হইছে।ইভেন vfx ও ইউজ করছে Park Family এর বাড়িটা দেখানোর জন্য।কিন্তু দুইটাই এত রিয়েলিস্টিক যে আপনি মুভি দেখার সময় এটা বুঝতেই পারবেন না!

House of the Park family
House of the Park family
Source: www.behance.net


মুভির শেষে একটা গান ইউজ করা হইছে A glass of soju।মুভিটা দেখার পর কন্টিনিউয়াসলি যেটা কয়েকদিন আমাকে অন্য কোনো গান শুনতে দেয় নি...



মুভিটার দুইটা পার্ট নিয়ে আমি একটু কনফিউজড।

১.(3.27)এখানে দেখা যাচ্ছে যে জানালাটা বন্ধই আছে কিন্তু একটু পরেই এই বন্ধ জানালা দিয়েই ঘরে ধোয়া ঢুকে পরে কীভাবে!!

সারা বেলা বন্ধ জানালা...
সারা বেলা বন্ধ জানালা...


২.(56.32)গ্লাস ভাঙলো অথচ বাড়ির মালিকরা পরে বাসায় এসে সেটা খেয়াল করলো না!

The broken glass and a sporty lady.
Source: www.indesignlive.com


মুভিটা শেষ করে আপনি যখন ভাবতে বসবেন মুভিটাকে নিয়ে,আপনি খুঁজেই পাবেন না সত্যিকারের ভিলেনটা আসলে কে!সত্যি বলতে কী This is the reality!বাস্তবতায় সবসময় ভিলেনকে খুঁজে পাওয়া যায় না,নিজের নিজের লাইফে হয়তো সবাইই Hero!

"If you make a plan life never works out that way. With no plan, nothing can go wrong."

If you make a plan life never works out that way.
If you make a plan, life never works out that way.
Source: Barunson E&A


And this will be your reaction after watching the movie!

Reaction!Reaction!
Source: Barunson E&A

Ending twists:

Da-hye and Ki-woo chemistry!
Source: 
Barunson E&A


Ki-woo and Geun-se in blood!
Source: Barunson
 E&A

The ghost and the eyes...
Source: Barunson E&A



Ok, bro now leave the page and start watching the movie. Bye-bye!

Comments