কোথাও চলিয়া যাব একদিন-তারপর রাত্রির আকাশ
অসংখ্য নক্ষত্র নিয়ে ঘুরে যাবে কতকাল জানিব না আমি;
জানিব না কাল উঠানে ঝরিবে এই হলুদ বাদামি
পাতাগুলো-মাদারের ডুমুরের- সোঁদা গন্ধ- বাংলার শ্বাস
বুকে নিয়ে তাহাদের- জানিব না পরথুপী মধুকূপী ঘাস
কতকাল প্রান্তরে ছড়ায়ে রবে কাঁঠালশাখার থেকে নামি
পাখনা ডলিবে পেঁচা এই ঘাসে- বাংলার সবুজ বালামী
ধানী শাল পশমিনা বুকে তার- শরতের রোদের বিলাস
কতকাল নিঙড়াবে- আঁচলে নাটার কথা ভুলে গিয়ে বুঝি
কিশোরের মুখে চেয়ে কিশোরী করিবে তার মৃদু মাথা নিচু;
আসন্ন সন্ধ্যার কাক- করুণ কাকের দল খোড়ো নীড় খুঁজি
ঊড়ে যাবে- দুপুরে ঘাসের বুকে সিন্দুরের মতো রাঙা লিচু
মুখ গুঁজে প’ড়ে রবে- আমিও ঘাসের বুকে র’ব মুখ গুঁজি
মৃদু কাঁকনের শব্দ- গোরোচনা জিনি রঙ চিনিব না কিছু-
-সমাপ্ত
কাব্যগ্রন্থ:রূপসী বাংলা
Comments
Post a Comment